পাতায়া ঘুরতে কেমন খরচ হবে?

শেয়ার করুন:

“পাতায়া ঘুরতে আপনার বাজেট যেমনই হোক, এই আর্টিকেল থেকে আপনি আপনার হিসেব বুঝে নিতে পারবেন।”

যাতায়াত খরচ:

থাইল্যান্ডের পাতায়া পৃথিবীর সবচেয়ে পর্যটনমুখী গন্তব্যগুলোর একটি। এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। পাতায়ার নাইটলাইফ, সমুদ্রের তীরের সৌন্দর্য্য ও কোহলার্ন আইল্যান্ডের মতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে প্রতিদিন হাজারো পর্যটক আসেন পাতায়ায়। কিন্তু এখানে ঘুরতে আপনার কেমন খরচ হবে সেটাই তো জানতে হবে ঘুরতে যাবার আগে।

পাতায়া ঘুরতে আপনার ভ্রমণের ধরন, ট্রান্সপোর্ট বা পরিবহনব্যবস্থার পদ্ধতি, হোটেলে থাকা এবং খাওয়ার পছন্দের উপর নির্ভর করে কেমন হবে আপনার পাতায়া ভ্রমণ খরচ। আমার পাতায়া ভ্রমণের অভিজ্ঞতা থেকে এখানে আপনাদের সাথে পাতায়ায় ভ্রমণের খরচ সম্পর্কে একটি সম্ভাব্য ধারণা দেওয়া হলো:

⇨ ঢাকা থেকে পাতায়া কোন সরাসরি ফ্লাইট নেই, সো আপনাকে প্রথমে ব্যাংকক যেতে হবে।
  • ফ্লাইট এর মূল্য – ঢাকা থেকে ব্যাংকক: প্রায় ৳৩০,০০০ থেকে ৳৩৫,০০০ (রিটার্ন) [সময় এবং বিমান ভেদে কমবেশি হতে পরে]।
  • তারপর ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার জন্য আপনি বাস বা ট্যাক্সি ব্যবহার করতে পারেন, চাইলে GRAB নামের একটি অ্যাপ আছে, সেটা অনেকটা UBER এর মতো, সেটা নামিয়ে ভাড়া কেমন হতে পারে ইনস্ট্যান্ট দেখে নিতে পারবেন।
  • আমি খরচ বাঁচাতে  বাসেই গিয়েছিলাম – বাস ভাড়া  (ব্যাংকক থেকে পাতায়া): প্রায় ৳৪৮০ – ৫৫০ (আমি ১৩১ THB দিয়ে ব্যাংককের ইস্টার্ন বাস টার্মনিয়াল (ইকামাই বাস টার্মিনাল) থেকে পাতায়া বাস টার্মিনাল পর্যন্ত গিয়েছিলাম। 
  • ট্যাক্সি ভাড়া: প্রায় ৳৪,৫০০ – ৬,৫০০ (১৪০০-১৮০০ THB)।
  • ফ্লাইট এর মূল্য – ঢাকা থেকে ব্যাংকক: প্রায় ৳৩০,০০০ থেকে ৳৩৫,০০০ (রিটার্ন) [সময় এবং বিমান ভেদে কমবেশি হতে পরে]।
  • তারপর ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার জন্য আপনি বাস বা ট্যাক্সি ব্যবহার করতে পারেন, চাইলে GRAB নামের একটি অ্যাপ আছে, সেটা অনেকটা UBER এর মতো, সেটা নামিয়ে ভাড়া কেমন হতে পারে ইনস্ট্যান্ট দেখে নিতে পারবেন।
  • আমি খরচ বাঁচাতে  বাসেই গিয়েছিলাম – বাস ভাড়া  (ব্যাংকক থেকে পাতায়া): প্রায় ৳৪৮০ – ৫৫০ (আমি ১৩১ THB দিয়ে ব্যাংককের ইস্টার্ন বাস টার্মনিয়াল (ইকামাই বাস টার্মিনাল) থেকে পাতায়া বাস টার্মিনাল পর্যন্ত গিয়েছিলাম। 
  • ট্যাক্সি ভাড়া: প্রায় ৳৪,৫০০ – ৬,৫০০ (১৪০০-১৮০০ THB)।

থাকার খরচ:

থাইল্যান্ডের পাতায়াতে থাকা বিভিন্ন ধরনের হোটেল এবং রিসোর্টের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে, এটাও আপনার বাজেট এবং চাহিদার উপর আপনি নির্ধারণ করতে পারবেন:

  • কম বাজেট হোটেল: প্রতি রাত প্রায় ৳১,০০০ – ৳২,০০০ (৩০০ – ৭০০ THB)।
  • মিড-রেঞ্জ হোটেল: প্রতি রাত প্রায় ৳২,৫০০ – ৳৪,৫০০ (৮০০ – ১,৫০০ THB)।
  • লাক্সারি হোটেল বা রিসোর্ট: প্রতি রাত প্রায় ৳৫,০০০ – ৳১০,০০০+ (২,০০০ THB এর বেশি)।
  • লাক্সারি হোটেল বা রিসোর্ট: এর কোনো নির্ধারিত সীমা নেই, আপনি যত বেশি চান তত বেশি।

তবে এখানে হোটেল বা রিসোর্টের থাকার ক্ষেত্রে আমি আপনাদের ২/১ টা কৌশল বলে দিতে পারি যেগুলো আপনাদের কাজে আসবে,

হোটেল অথবা রিসোর্ট বুকিং করার ক্ষেত্রে নির্ধারিত সময়ের অনেক আগেই (যত আগে সম্ভব) অনলাইন বিভিন্ন হোটেল বুকিং সেবাদানকারী প্ল্যাটফর্ম যেমন বুকিং ডট কম থেকে আপনার নির্ধারিত গন্তব্যের জন্য হোটেল বা রিসোর্ট কম খরচে বুক করে নিতে পারেন। অনেক সময় এই জায়গা গুলোতে ফ্রি ক্যানসেলেশন সুবিধা থাকে।

সোলো ট্রাভেলার হলে

অনেক সময় সোলো ট্রাভেলারদের অনেক ধীর্ঘসময় বাইরে থাকতে হয়, ফলে এত হোটেল ভাড়া ব্যবহুল হতে পরে।ত আপনি চাইলে খরচ বাঁচাতে হোটেল বা রিসোর্ট এর পরিবর্তে হোস্টেলে থাকতে পারেন। তবে সেখানে অবশ্যই ২/৪ জনের সাথে রুম শেয়ার করে থাকতে হবে। যদিও সেখানে সিকিউরিটি নিয়ে তেমন কোন ভয় নেই। বেশিরভাগ ক্ষেত্রেই সেইফ। তবে নিজে সচেতন থাকা ও চোখ কান খোলা রাখা সব ক্ষেত্রেই জরুরি।

খাওয়ার খরচ:

পাতায়াতে বিভিন্ন ধরনের খাবারের অপশন পাওয়া যায়, যেমন রাস্তার খাবার থেকে শুরু করে ক্যাফে বা রেস্টুরেন্ট ইত্যাদি:

  • কম বাজেটে রাস্তার খাবার: প্রতিবার খাওয়ার জন্য প্রায় ৳২০০ – ৳৫০০ (৫০ – ১৫০ THB)।
  • মিড-রেঞ্জ রেস্টুরেন্ট: প্রতিবার খাওয়ার জন্য প্রায় ৳৫০০ – ৳১,০০০ (২০০ – ৫০০ THB)।
  • লাক্সারি ডাইনিং: প্রায় ৳১,৫০০ – ৳৩,০০০ বা এর বেশি (৫০০ THB এর বেশি)।

দর্শনীয় স্থান ও বিনোদন:

  • পাতায়া বিচ: বিনামূল্যে, পায়ে হেঁটে চলে যান, যতক্ষণ ইচ্ছে সময় কাটান।
  • কোহ লার্ন বা কোরাল আইল্যান্ড ট্যুর: প্রায় ৳২,০০০ – ৳৩,০০০ (৭০০ – ১,২০০ THB)।
  • নং নুছ ট্রপিক্যাল গার্ডেন: টিকেট প্রায় ৳১,২০০ – ৳১,৫০০ (৫০০ THB)।
  • টাইগার পার্ক: টিকেট প্রায় ৳৩,৭০০ – ৳৭,৫০০ (১০০০ – ২০০০ THB) প্যাকেজ অনুযায়ী কম/বেশি।
  • আন্ডারওয়াটার ওয়ার্ল্ড: টিকেট প্রায় ৳৮০০ – ৳১,২০০ (৩০০ – ৫০০ THB)।
  • আলকাজার শো বা টিফানি শো: টিকেট প্রায় ৳১,৫০০ – ৳২,৫০০ (৫০০ – ৮০০ THB)।
  • পাতায়া ফ্লোটিং মার্কেট: টিকেট প্রায় ৳৭,৫০ – ৳১,০০০ (200 – 300 THB) কম/বেশি।

স্থানীয় পরিবহন খরচ:

  • টুকটুক বা বাইক ট্যাক্সি: প্রতি রাইড ৳১৫০ – ৳৩৭০ (৪০ – ১০০ THB)।
  • মোটরবাইক ভাড়া: প্রতিদিন প্রায় ৳৫০০ – ৳১,০০০ (২০০ – ৩০০ THB)।
  • গ্র্যাব/বোল্ট ভাড়া: সময়, গন্তব্য ও দূরত্ব অনুযায়ী অ্যাপ এ দেখে নিতে পারবেন। যেমন আমার হোটেল থেকে পাতায়া বিচে হেঁটে যেতে সময় লাগত ৮ মিনিট আর গ্র্যাব  (বাংলাদেশের উবার এর মোরো) কল করলে সেটা ৳১৩০-১৫০ অথবা ৩৫/৪০ THB লাগত।

মোট খরচের ধারণা:

  • বাজেট ট্রিপ: প্রতিদিন প্রায় ৳৫,০০০ – ৳৭,০০০ (২,০০০ – ৪,০০০ THB)।
  • মিড-রেঞ্জ ট্রিপ: প্রতিদিন প্রায় ৳৮,০০০ – ৳১২,০০০ (৫,০০০ – ৮,০০০ THB)।
  • লাক্সারি ট্রিপ: প্রতিদিন প্রায় ৳১৫,০০০ – ৳৩০,০০০+ (১০,০০০ THB এর বেশি)।

আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যতদূর মনে আছে তাই লিখার চেষ্টা করেছি। এটি সাধারণ একটি খরচের ধারণা, এবং আপনার পছন্দের ভ্রমণ শৈলী অনুযায়ী খরচ পরিবর্তিত হতে পারে। লিখাটি ভালো লাগলে আপনার প্রোফাইল থেকে শেয়ার করতে পারেন।

FOLLOW US

লিখেছেন

সাইফুর রহমান আজীম

ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর, ভ্লগার এবং নাশীদ শিল্পী


শেয়ার করুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *